ঢাকা: বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত উপ-প্রশাসনিক কর্মকর্তা ও উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাদের ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বুধবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাদের পদোন্নতির তথ্য জানায়।
সরকারি কর্ম কমিশন সচিবালয় গত ৭ মে উপ-প্রশাসনিক কর্মকর্তা ও উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাদের (আগের অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম-উচ্চমান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর) জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৬০০০-৩৮৬৪০ টাকা (দশম গ্রেড) বেতন স্কেলে ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতির সুপারিশ করে। এরপর ২৮ মে তাদের পদোন্নতি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এমআইএইচ/আরআইএস