ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারি ব্যয়ে বিমানের ‘প্রথম শ্রেণিতে’ বিদেশ সফর বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মে ৩১, ২০২৩
সরকারি ব্যয়ে বিমানের ‘প্রথম শ্রেণিতে’ বিদেশ সফর বন্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: সরকারি ব্যয়ে আকাশপথে বিমানের প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে। বুধবার (৩১ মে) এ নির্দেশনা জারি করে সরকার।

ফলে এখন থেকে সরকারি টাকায় বিমানের বিজনেস ক্লাস অথবা প্রথম শ্রেণির টিকিটে বিদেশ সফর করা যাবে না।

প্রধানমন্ত্রী প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে ব্যয় যৌক্তিকীরণের নানামুখী পদক্ষেপের আওতায় সরকারি খরচে আকাশপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপে বুধবার সই করেছেন বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এমইউএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।