ঢাকা: রাজধানীর বসিলায় সিএনজি চালিতো অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওই মোটরসাইকেল চালককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. মনির হোসেন জানান, বসিলা শাহজালাল হাউজিং এলাকার রাস্তায় একটি সিএনজি চালিত অটোরিকশাতে পেছন থেকে ধাক্কা দেয় তার (নিহত) মোটরসাইকেলটি। এতে ছিটকে রাস্তায় পড়লে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি। মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর ঘটনার বিস্তারিত জানার জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এজেডএস/জেডএ