ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উড়িষ্যার ট্রেন দুর্ঘটনায় কলকাতা মিশনে হটলাইন চালু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, জুন ৩, ২০২৩
উড়িষ্যার ট্রেন দুর্ঘটনায় কলকাতা মিশনে হটলাইন চালু

ঢাকা: ভারতের উড়িষ্যার ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে কলকাতার বাংলাদেশ মিশন হটলাইন চালু করেছে। এ সংক্রান্ত তথ্যের জন্য হটলাইনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়,  কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস শুক্রবার (০২ জুন ) স্থানীয় সময় সাড়ে সাতটা নাগাদ উড়িষ্যার বালেশ্বরের কাছে দুর্ঘটনায় পতিত হয়। সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার নিমিত্তে ওই ট্রেনটিতে যাতায়াত করেন। এ বিবেচনায় দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং উড়িষ্যা রাজ্য সরকারের সঙ্গে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যোগাযোগ রাখছে। এ সংক্রান্ত তথ্যের জন্য উপ-হাইকমিশনের নিম্নোক্ত হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের নম্বর: + ৯১ ৯০ ৩৮৩৫ ৩৫ ৩৩ (হোয়াটস অ্যাপ)

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, জুন ৩, ২০২৩
টিআর/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।