ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরীক্ষা ছাড়াই অপারেশন, অতঃপর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জুন ৩, ২০২৩
পরীক্ষা ছাড়াই অপারেশন, অতঃপর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে পরীক্ষা ছাড়াই কিডনির সমস্যায় আক্রান্ত হোসেন আলী (২৮) নামে এক রোগীর অপারেশন করা হয়েছে বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে। অপারেশনের ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেছেন তিনি।

শুক্রবার (২ জুন) ওই রোগীর মৃত্যু হয়।

হোসেন আলী এনায়েতপুর থানার রূপসী গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে। এর আগেও ওই হাসপাতালে ভুল অপারেশনের কারণে এমন বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে।

রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, কিডনির সমস্যা নিয়ে হোসেন আলীকে বেলকুচির বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে আনা হয়। কোনো পরীক্ষা করা ছাড়াই বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালের ডাক্তার নাজমুল হক বিপ্লব তার অপারেশন করেন। শুক্রবার ভোরে হোসেনের অবস্থার অবনতি হয় এবং সকালে মারা যান।

এ বিষয়ে হাসপাতালটির পরিচালক আব্দুর রহমান ও অভিযুক্ত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

বেলকুচি উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মোফাখখারুল ইসলাম বলেন, আমি রোগী মৃত্যুর খবর শুনেছি। তবে কি কারণে রোগীর মৃত্যু হয়েছে বিষয়টি জানা নেই।

সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।