ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাস্তার পাশে খালে ভেসে উঠল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুন ৪, ২০২৩
রাস্তার পাশে খালে ভেসে উঠল যুবকের মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে আঞ্চলিক সড়কের পাশে হেদার খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (৪ জুন) সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের শরাবাড়ি গ্রামের আবুলের ব্রিজ নামক এলাকার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আজ (৪ জুন) সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের পাশ দিয়ে বয়ে চলা হেদার খালে ওই যুবকের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জুন ৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।