ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে স্বতন্ত্র প্রার্থী হাবিবুরের প্রচারণায় বাধা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ৪, ২০২৩
আড়াইহাজারে স্বতন্ত্র প্রার্থী হাবিবুরের প্রচারণায় বাধা! আড়াইহাজার পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের জগ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর আলীর সমর্থকদের বিরুদ্ধে।

রোববার (৪ জুন) সকালে উপজেলার পৌরসভা এলাকার নোয়াপাড়া গ্রামে নির্বাচনী প্রচারণায় গেলে সুন্দর আলীর সমর্থকরা তাকে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

পরে সেখান থেকে ফিরে আসেন হাবিবুর।

হাবিবুর রহমান জানান, মৌখিকভাবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে নির্বাচনে সুষ্ঠু ও সমান সুযোগ সব প্রার্থীর জন্য নিশ্চিত হচ্ছে না।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক তৈয়ব বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ৪, ২০২৩
এমআরপি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।