ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুন ৬, ২০২৩
কিশোরগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পাইকপাড়া এলাকার মৃত সৈয়দ ভূঁইয়ার ছেলে মো. খোকন ভূঁইয়া (৩৮) ও একই উপজেলার চান্দী এলাকার মৃত মজনু ভূঁইয়ার ছেলে মো. সাদেকুল ইসলাম ওরফে সাদেক (৩৫)।

মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিকে খোকন ও সাদেকুলকে আটক করে জেলা ডিবি পুলিশ। তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় খোকন ও সাদেকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা। অভিযানে নেতৃত্বে ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান আলী।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।