ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘টিআরপি বিধি চালু হলে রাজস্ব ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়বে’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ৭, ২০২৩
‘টিআরপি বিধি চালু হলে রাজস্ব ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়বে’

খুলনা: অর্থ আইন ২০২৩ এর প্রস্তাবিত ট্যাক্স রিটার্ন প্রস্তুতকারক (টিআরপি) বিধি চালু হলে দেশের রাজস্ব ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়বে। এ বিধির অপপ্রয়োগ করদাতাদের মনে বিরূপ প্রভাব ফেলবে।

এছাড়া সর্বনিম্ন আয়কর দুই হাজার টাকা করা হলে স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়বে।

বুধবার (৭ জুন)  দুপুরে খুলনার বয়রাস্থ কর কমিশনারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন খুলনার আয়কর আইনজীবী নেতারা।  

টিআরপি বিধি ও সর্বনিম্ন  দুই হাজার টাকা কর প্রদানের বিধান বাতিলের দাবী জানিয়ে তারা বলেন, যেখানে আইন রয়েছে করযোগ্য আয় না থাকলে আয়কর দিতে হবে না। সেখানে টিআইএন থাকলে দুই হাজার টাকা আয়কর দিতে হবে এ বিধি কোনোভাবেই সঠিক হতে পারে না। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড যে টিআরপি (এসআরও-১৬৮/২৩) বিধির প্রস্তাব করেছে তাতে দেশের রাজস্ব ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়বে। কোনো এজেন্সিকে দিয়ে রিটার্ন প্রস্তুত ও আয়কর আদায় করানো হলে তা সঠিক হবে না। কারণ অনভিজ্ঞ কেউ কাজটি করলে করাদাতারা ক্ষতিগ্রস্ত হবেন।

তারা কোম্পানির অডিট প্রসঙ্গে বলেন, ডিভিসি প্রবর্তন একটি কালো আইন, এতে করদাতারা ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে ডিভিসি নিয়ম বাতিল করতে হবে।

খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম রসুল গাজীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম।  

সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় কর আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সুলতান আহমেদ টুলু, শেখ আবুল কাশেম, এম হারুন অর রশিদ, হারুন অর রশিদ (হেলাল), মো. নজরুল ইসলাম হাওলাদার, খান মনিরুজ্জামান, শিব দাস মিত্র, অখিল চন্দ্র সাহা, এবিএম মোস্তফা জামান, মহসিন কবির দুলু, মো. মজিবর রহমান, নাসিমা খাতুন, মো. আমিনুর রহমান, আলি আকবর, বিমল সাহা, মনি শংকর নাগ, মো. নুরুল হুদা, প্রহলাদ ঘোষ, মো. আওরঙ্গজেব, মো. নজরুল ইসলাম, মো. এম হানিফ হোসেন, প্রার্থ প্রতীম হিরক, বিকাশ মণ্ডল, জেনিফা শাহমিন, কে এম রোকনুজ্জামান, জি এম সোহাগ ও মো. ইফতেখারুল কামাল।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এমআরএম/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।