ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুন ৮, ২০২৩
সুবর্ণচরে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

নোয়াখালী: নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরে বজ্রপাতে জান্নাত বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আমিনুল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত বেগম ওই গ্রামের আবুল কালামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে সুবর্ণচর উপজেলায় বৃষ্টি শুরু হয়। ওই সময় গৃহবধূ জান্নাত বেগম মাঠ থেকে গরু আনতে যান। পথে আকস্মিক বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, একই দিন দুপুরের দিকে জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজী আবুল কালামের একটি গরু জমিতে ঘাস খাওয়ার সময় বজ্রপাতে মারা যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই গৃহবধূ পাঁচ সন্তানের জননী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বাড়িতে তাকে দাফনের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।