ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কিশোর হাসিবুলকে হত্যার দায়ে যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ৮, ২০২৩
কিশোর হাসিবুলকে হত্যার দায়ে যুবক গ্রেপ্তার

রাজবাড়ী: রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় হাসিবুল নামে ষষ্ঠ শ্রেণির ছাত্র ও ভ্যানচালককে হত্যার ঘটনায় তারেক প্রামাণিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৭ জুন) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করে পাংশা মডেল থানা পুলিশ।

পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা থেকে ছিনতাই হওয়া ভ্যানটি জব্দ করা হয়।

গ্রেপ্তার তারেক প্রামাণিক পাংশা উপজেলার জয়গ্রাম এলাকার আব্দুল খালেক প্রামাণিকের ছেলে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, পাংশা উপজেলার সমসপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র হাসিবুল মাঝেমধ্যেই তার বাবার ভ্যানগাড়ি চালিয়ে আয় করতো। গত মঙ্গলবার সে ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে বুধবার বাবুপাড়া ইউনিয়নের একটি কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত হাসিবুলের বাবা হামিদুর রহমান বাদী হয়ে মামলা করলে তারেককে গ্রেপ্তার করা হয়। মূলত ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে গলায় গামছা পেচিয়ে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন তারেক। পরে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।