ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষ, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুন ৯, ২০২৩
নরসিংদীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষ, চালক নিহত

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাকিব মিয়া (২২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।  

শুক্রবার (৯ জুন) বিকেলে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব মিয়া নরসিংদী সদরের আসমান্দির চরের ঝাড়তলা এলাকার মল্লি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঘোড়াশাল থেকে সিএনজি চালিয়ে পাঁচদোনা যাচ্ছিল রাকিব মিয়া। এ সময় একটি প্রাইভেটকার ঘোড়াশালের দিকে আসার সময় ভাগদী কদমতলা এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক গুরুতর আহত হয়।  

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে যায়।  

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সিএনজি চালক রাকিব হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ সময় সিএনজিতে কোনো যাত্রী ছিল না।

এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।