ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জুন ১০, ২০২৩
সৈয়দপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা- ২০২৩ শুরু হয়েছে। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ওই মেলার আয়োজন করা হয়।

 

শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন।

রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আফতাব হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এস এম আবু বক্কর সাইফুল ইসলাম।
  
সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মমতা সাহার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলার কামারপুকুর পাখাতিপাড়ার কৃষক মো. রাশেদুন্নবী মানিক।

এ সময় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী, দিনাজপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শামীম আশরাফ ও  রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পরিচালক ড. আব্দুস ছালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষণ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও বিপুল সংখ্যক কৃষকেরা।  

এ মেলায় বিভিন্ন কৃষি পণ্যের ১২টি স্টল স্থান পেয়েছে। আগামী ১১ জুন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।