ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুন ১০, ২০২৩
ফতুল্লায় খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় খালের পানিতে পড়ে নিখোঁজ সুমাইয়া নামে ১৬ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (১০ জুন) দুপুরে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার যাত্রারমাঠ সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 
খবর পেয়ে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রারমাঠ এলাকায় ঝুটের গোডাউনে কাজ করেন সুমন ও তার স্ত্রী মিনারা। তাদের ১৬ মাস বয়সী শিশু সন্তান সুমাইয়াকে কাজের সময় কাছেই রাখেন। শুক্রবার (৯ জুন) বৃষ্টির সময় শিশু সুমাইয়া খালের পানিতে পড়ে যায়। খালের পানিতে স্রোত থাকায় তাৎক্ষণিক প্রায় ২৫/৩০ জন লোক নেমে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে শনিবার (১০ জুন) সকাল থেকে প্রায় অর্ধশতাধিক লোক খালের পানিতে নেমে ব্যাপক খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর দুপুর সোয়া ১টার দিকে কচুরিপানার মধ্যে দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।