ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টিকটক ভিডিও, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জুন ১১, ২০২৩
টিকটক ভিডিও, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

লালমনিরহাট: লালমনিরহাটে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর। এতে গুরুতর আহত হয়েছে অপর এক বন্ধু।

শনিবার (১০ জুন) রাতে লালমনিরহাটের কাকিনা-রংপুর মহিপুর সড়কে গংগাচওড়া শেখ হাসিনা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সহিদুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই এলাকার আজির আলীর ছেলে শাহা আলম (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে তিন বন্ধু কাকিনা-মহিপুর সড়কের গংগাচওড়া শেখ হাসিনা সেতুতে যায়। সেখানে চলন্ত অবস্থায় মোবাইলে টিকটকের ভিডিও করছিল তারা। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা ওয়াজেদ আলী ও শাহা আলমকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে নিহতরা আমার থানা এলাকার হলেও ঘটনাস্থল গংগাচওড়া থানা এলাকায়।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।