ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে ইজিবাইক থেকে ছিটকে পড়ে যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুন ১২, ২০২৩
শ্রীপুরে ইজিবাইক থেকে ছিটকে পড়ে যাত্রী নিহত প্রতীকী ছবি

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে মোহাম্মাদ নজরুল ইসলাম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।  

রোববার (১১ জুন) রাত ৯টায় উপজেলার ওয়াপদা লাঙ্গবাদ সড়কে ২ নম্বর আমলসার ইউনিয়নের আমলসা গ্রামের মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নজরুল আমলসার গ্রামের মালেক লস্করের ছেলে।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ওই ইজিবাইকে যাত্রী ছিল তিনজন। তাদের মধ্যে মোহাম্মদ নজরুল ইসলাম ইজিবাইকের বাম পাশে বসেছিলেন। গতি সম্পন্ন ইজিবাইকের বামপাশের চাকা হঠাৎ নিচু হয়ে গেলে তিনি ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে এ ব্যাপারে পুলিশ তদন্ত করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইজিবাইকটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জুন ১২, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।