ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় ট্রাকচাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
আলমডাঙ্গায় ট্রাকচাপায় শ্রমিক নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে টুকু মিয়া (৬০) নামে এক নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রির সহকারী) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকটির চালকের সহকারী সাইফুল ইসলামকে (৩৮) ট্রাকসহ আটক করেছে পুলিশ।

নিহত টুকু মিয়া আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত হারানের ছেলে। আটক চালকের সহকারী সাইফুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, আলমডাঙ্গা বন্ডবিল কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। এ সময় রাস্তার পাশে ইট আনতে গেলে পাশের তেল পাম্প থেকে একটি ট্রাক বের হয়ে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

সহকর্মীরা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ট্রাকটি চালকের সহকারী চালাচ্ছিল। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ট্রাক চালকের সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুন ১৩, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।