ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সাবেক সচিব মোছা. আছিয়া খাতুনকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৩ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬ (১) ধারার বিধানমতে তাকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদে নিয়োগ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৩ ধারার বিধানমতে আছিয়া খাতুন কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমআইএইচ/জেডএ