ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শরীয়তপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে রুদ্রকর ইউনিয়নের দুইটি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে এক হাজার ফলজ, ঔষধি এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়া একই ইউনিয়নের হুগলী নতুন মাটির রাস্তায় ১০০টি ফলজ চারা রোপণ করা হয়েছে।

জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের উদ্যোগে এসব চারা বিতরণ ও রোপণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী, বীর মুক্তিযোদ্ধা, ও গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।