ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা: ফাঁসির দাবি জামালপুর প্রেসক্লাবের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা: ফাঁসির দাবি জামালপুর প্রেসক্লাবের

জামালপুর: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত সবাইকে ফাঁসির দাবি করেছেন জামালপুরের সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে জামালপুর প্রেস ক্লাবের মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এ দাবি জানান সাংবাদিকরা।

প্রতিবাদ সভায় জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যুতে জামালপুরের সাংবাদিকদের ভেতর শোক বিরাজ করছে। পাশাপাশি আমরা মর্মহত শোকাহত। আমাদের পুরো সাংবাদিক পরিবার একদম বিক্ষুব্ধ হয়ে উঠেছে। যতখন পর্যন্ত নাদিমের প্রধান হত্যাকারীকে আইনের আওতায় না আনা হবে সে পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। এছাড়া সব আসামিদের আইনের আওতায় এনে ফাঁসি দেওয়ার দাবি জানাই।

প্রতিবাদ সভায় জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাসিব রায়হান সাদার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মো. সুরুজজ্জামান, ঘাতক দালাল নির্মূল কমিটির জামালপুর জেলা শাখার সভাপতি ও একুশে টিভির সাংবাদিক মু্ক্তা আহমেদ, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মঞ্জুসহ আরও সাংবাদিকরা৷

এরআগে, বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে অন্ধকার গলিতে টেনে  নিয়ে নাদিমকে মারধর করা হয়। পরে বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জামালপুরসহ সারাদেশের সাংবাদিকরা তার হত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭  ঘণ্টা, জুন ১৫ , ২০২৩
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।