ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা: জড়িতদের শাস্তি চান কিশোরগঞ্জের সাংবাদিকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা: জড়িতদের শাস্তি চান কিশোরগঞ্জের সাংবাদিকরা

কিশোরগঞ্জ: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৫ জুন) তারা এ শাস্তির দাবি জানান।

 

নাদিম হত্যাকাণ্ড সংক্রান্ত আরও নিউজ

নাদিম হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের পক্ষ থেকে সাইফউদ্দীন আহমেদ লেনিন, আনোয়ারুল ইসলাম ভুইয়া, মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, মোহাম্মদ আবু তাহের, মো. নাজিম উদ্দিন, নজরুল ইসলাম খায়রুল, সাজন আহমেদ পাপন ও তোফায়েল আহমেদ তুষার বিবৃতি দেন।  

এছাড়াও সামজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।  

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুন ১৬, ২০২৩

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।