ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৬টা থেকে শুক্রবার (১৬জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৩ হাজার ৭৬৬ ইয়াবা, ৯৬ কেজি ৯৫ গ্রাম গাঁজা, ৩৯৭ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫টি ইনজেকশন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এমএমআই/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।