ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলারোয়া সীমান্তে ৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
কলারোয়া সীমান্তে ৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে তিনটি স্বর্ণের বারসহ মজনু খান নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৬ জুন) বিকেলে উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মজুন খান মানিকগঞ্জ জেলার সিংড়া উপজেলার চাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বাংলানিউজকে জানান, কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে এমন গোপন তথ্য পাই। পরে ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে গোপনে অবস্থান নিয়ে মজনু খানকে আটক করেন। এরপর তাকে তল্লাশি করে তার হাতে থাকা ব্যাগের ভিতরে টেপ দিয়ে মোড়ানো তিনটি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম, যার মূল্য প্রায় ২৯ লাখ ৫৩ হাজার টাকা।

তিনি আরও জানান, আটক মনজুকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।