ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবি সুনামগঞ্জ প্রেসক্লাবের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবি সুনামগঞ্জ প্রেসক্লাবের

সিলেট: বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব।

শুক্রবার (১৫ জুন) দুপুরে এক যৌথ বিবৃতিতে সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ ও সাধারণ সম্পাদক রওনক আহমদ বখতসহ প্রেসক্লাবের সহ সভাপতি আল-হেলাল, সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ফুয়াদ মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুহেল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল কাদির মিসবাহ, দপ্তর সম্পাদক পদে শহীদ নূর আহমদ, সাধারণ সদস্য ঝুনু চৌধরী, শাহাবুদ্দিন আহমদ, মিজানুর রহমান মিজান, স্বপন কুমার সরকার, ফরিদ মিয়া, হিমাদ্রি শেখর ভদ্র, বিজন সেন রায়, শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, মাহবুবুর রহমান পীর, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, আইনুল ইসলাম  বাবলু, আনোয়ারুল হক, কে জি মানব তালুকদার, মাসুল হেলাল, জসিম উদ্দিন, অরুন চক্রবর্তী, বাবুল মিয়া, একে কুদরত পাশা, আমিনুল হক, সোলেমান কবির, তৌহিদ চৌধুরী প্রদীপ, জাহাঙ্গীর আলম ভুঁইয়া, রুজেল আহমেদ, রাজু আহমেদ রমজান, আলাউর রহমান, বিশ্বজিৎ সেন পাপন, কর্ন বাবু দাস প্রমুখ।

বক্তারা বলেন, নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অপরাধীরা তাকে হত্যার মাধ্যমে দীর্ঘদিনের আক্রোশ মিটিয়েছে। হত্যাকাণ্ডের মূলহোতাসহ জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, জুন ১৭, ২০২৩

এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।