ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নিন্দা

সাংবাদিক নাদিম হত্যা: সত্য সাংবাদিকতার কণ্ঠরোধ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা: সত্য সাংবাদিকতার কণ্ঠরোধ 

সিলেট: বাংলানিউজটোয়েন্টিফোর.ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ার ঘটনায় সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (১৬ জুন) বিকেলে এক বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নেতারা বলেন, গত বুধবার রাতে নাদিমের ওপর কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়, বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

নাদিম হত্যা মানেই সত্য সাংবাদিকতার কণ্ঠরোধ।

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলামসহ ক্লাবের সব সদস্যদের পক্ষ থেকে ন্যক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।