ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাহাড়ি ঢলে বেড়েছে ধলাই নদীর পানি, বন্যার শঙ্কা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
পাহাড়ি ঢলে বেড়েছে ধলাই নদীর পানি, বন্যার শঙ্কা ধলাই নদীর পানিপ্রবাহ। সংগৃহীত ছবি

মৌলভীবাজার: পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। বৃদ্ধি পাওয়া পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কমলগঞ্জের কয়েকটি ইউনিয়নে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ১০ স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

 

উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকলে ধলাই নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করে বন্যার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী।  

শনিবার (১৭ জুন) বিকেলে সরেজমিন কমলগঞ্জের ধলাই নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে অস্বাভাবিকভাবে পানি বেড়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

পাউবো মৌলভীবাজারের কমলগঞ্জে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাকিব হোসেন বলেন, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে ভানুগাছ রেলওয়ে সেতু এলাকায় পরিমাপ করে দেখা গেছে, ধলাই নদীর পানি বিপৎসীমার ১০২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইসলামপুর ইউনিয়নের কুরমা এলাকা দিয়ে ইসলামপুর, মাধবপুর, আদমপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন, কমলগঞ্জ পৌরসভা, মুন্সিবাজার ও রহিমপুর ইউনিয়নের ওপর দিয়ে দীর্ঘ ৫৭ কিলোমিটার প্রবাহিত হয়ে মনু নদী মিলিত হয়েছে ধলাই নদীতে। এর মধ্যে অসংখ্য স্থানে আঁকা-বাঁকা হয়ে প্রবাহিত হওয়ায় এসব ইউনিয়নের ৮-১০ স্থানে প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ আছে। তবে পাউবোর সার্বক্ষণিক নজরদারি আছে।

তিনি আরও বলেন, ভারতীয় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হলে ধলাই নদীর পানি আরও বেড়ে বিপৎসীমা অতিক্রম করলে বন্যার আশঙ্কা থাকবে। তবে বৃষ্টি বন্ধ হওয়ায় ধলাইয়ের পানি কিছুটা কমতে শুরু করছে।  

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, ধলাই নদীতে পানি বাড়লেও এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। নদীটির প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ করা হয়েছে। ফলে আপাতত ঝুঁকিমুক্ত আছে বাঁধ। তারপরও উপজেলা প্রশাসন ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের দিকে সার্বক্ষণিক নজরদারি করছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
বিবিবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।