ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ডেমরা থানার ৬৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক লিংকন (২২) নিহত হয়েছেন।

রোববার (১৮ জুন) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিংকন ডেমরা মালা মার্কেট এলাকার মৃত আব্দুল সাত্তরের ছেলে। তিনি ছাত্রলীগের ডেমরা থানার ৬৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চনপাড়া থেকে থেকে একটি মোটরসাইকেল ডেমরা যাওয়ার পথে পিকআপভ্যান চাপা দিলে ঘটনাস্থলে লিংকনের মৃত্যু হয়। পরে স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বাংলানিউজকে বলেন, চনপাড়া থেকে ডেমরা যাওয়ার পথে চনপাড়া মোড়ে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেল আরোহী লিংকনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে পিকআপ ভ্যানচালককে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।