রাজশাহী: রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে হত্যার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে মহানগরের মতিহার থানায় জিডি করা হয়।
হুমকি পাওয়া নেতারা হলেন—সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক মাঈন উদ্দীন ও যুগ্ম সদস্যসচিব হুমায়ুন কবির জীম।
দুজনই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী। এ ছাড়া জামিউল ইসলাম নামে রুয়েটের আরেক শিক্ষার্থীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন।
এ ঘটনায় রুয়েটের নিরাপত্তা কর্মকর্তা মো. জালাল উদ্দীন বাদী হয়ে শুক্রবার রাতে থানায় জিডি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পদ পেয়েছেন।
কমিটি হওয়ার পর ‘কারেন্ট স্টুডেন্টস অব রুয়েট’ নামে ফেসবুক গ্রুপে আজাদ আরিফিন নামের আইডি থেকে হুমকি দিয়ে লেখা হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাঈন আর জীম। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফেরানোর পাঁয়তারা চলছে। রুয়েটে আর কত বছর থাকবি। এদের একাডেমিক ডিটেইল দে সবাই। এদের একাডেমিক বহিষ্কার করা সময়ের দাবি। ’
এই পোস্টের নিচে কমেন্টে জামিউল ইসলামকে মেনশন করে আজাদ আরিফিন আইডি থেকে লেখা হয়েছে, ‘তোদের সবার মৃত্যুদণ্ড হবে। সময় থাকতে কেটে পড়। ’
এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাঈন উদ্দীন বলেন, আজাদ আরিফিন নামের ফেসবুক আইডিটি ফেক (ভুয়া) বলেই মনে হচ্ছে। তবে এ ধরনের হুমকি ছাত্রলীগ থেকে দিতে পারে। আর কমিটি হওয়ার পর এমন হুমকি পাওয়ায় বিষয়টি আরও সন্দেহের তৈরি হয়েছে। এ ঘটনায় তারা এরই মধ্যে থানায় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। এ ছাড়া ওই আইডির ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে।
এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার জানিয়েছেন, এ ঘটনায় তারা রুয়েটের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিয়েছেন। এ ছাড়া সার্বিক বিষয়েও খোঁজ-খবর রাখছেন।
রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। ওই জিডিতে ফেসবুকে হুমকিমূলক যেসব কথাবার্তা লেখা হয়েছে, সেগুলোই উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
এসএস/এমজেএফ