ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

চাটখিলে অস্ত্রসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
চাটখিলে অস্ত্রসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।  

এ ঘটনায় সাত মামলার আসামি মো. ইব্রাহীম খলিল ওরফে বাবু (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১৯ জুন) সকালে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, চুরি ও ধর্ষণ মামলাসহ সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা নেওয়া হয়েছে।

ওই মামলায় সোমবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ এলাকার চাঁন মিয়া বেপারী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

গ্রেপ্তারকৃত মো. ইব্রাহিম খলিল ওরফে বাবু উপজেলার দত্তেরবাগ গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়ির মৃত আবুল কালামের ছেলে।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া ভাষ্যমতে, দত্তেরবাগ গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে জনৈক নুর হোসেনের শৌচাগার সংলগ্ন পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকের ভেতরে পলিথিনে মোড়ানো একটি দেশীয় তৈরি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।