ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাগুরায় সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুন ২১, ২০২৩
মাগুরায় সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

মাগুরা: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরায় কর্মরত সাংবাদিকরা।  

বুধবার (২১ জুন) দুপুর ১২টায় শহরের চৌরঙ্গী মোড়ে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক সাইদুর রহমান, আবু বাসার আখন্দ, অলোক বোস, শফিকুল ইসলাম শফিক, মোকলেছুর রহমান।

সমাবেশে বক্তারা, অবিলম্বে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুন ২১, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।