ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীর পরিবহন শ্রমিক নেতা আলতাব আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুন ২১, ২০২৩
নীলফামারীর পরিবহন শ্রমিক নেতা আলতাব আর নেই

নীলফামারী: নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের দুইবারের সাধারণ সম্পাদক আলতাব হোসেন (৬০) আর নেই।

বুধবার (২১ জুন) সকাল ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছে।

নিহত আলতাব হোসেনের বড় ছেলে দুলাল হোসেন জানান, মরদেহ রংপুর থেকে আসার পর জানাযা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

সংগঠনের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ জানান, আলতাব হোসেন ছিলেন সকল পরিবহন শ্রমিকদের কাছে প্রিয় নেতা। তিনি বিপদে-আপদে ছুটে যেতে শ্রমিকদের কাছে। তিনি শক্ত হাতে সংগঠন আঁকড়ে ধরে ছিলেন। তার মৃত্যুতে একজন সংগঠন প্রিয় নেতা হারাল পরিবহন সেক্টর।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।