ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভেজাল পণ্য উৎপাদন-বিক্রি: জরিমানা ২৯ লাখ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ২২, ২০২৩
ভেজাল পণ্য উৎপাদন-বিক্রি: জরিমানা ২৯ লাখ 

ঢাকা: নকল বৈদ্যুতিক তার ও অনুমোদনহীন খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১২ প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জুন) র‌্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ফরিদ উদ্দিন জানান, গোপন সাংবাদের ভিত্তিতে বুধবার র‌্যাবের একটি টিম রাজধানীর কদমতলী, সুত্রাপুর, দক্ষিণ কেরানীগঞ্জ ও দোহার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।  

এ সময় বিএসটিআই-এর প্রতিনিধির উপস্থিতিতে অভিযান পরিচালনা ও ১২টি প্রতিষ্ঠানকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়।  

ফরিদ উদ্দিন জানান, অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তাদের কারখানায় নিম্নমানের সামগ্রী উৎপাদন ও বাজারজাত করছিলেন।  

অভিযানে জরিমানা ছাড়াও এক লাখ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক ফ্যান, রাসায়নিক পদার্থ, প্রসাধনী ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।