ঢাকা, বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামিনের আদেশ পৌঁছানোর আগেই হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
জামিনের আদেশ পৌঁছানোর আগেই হাজতির মৃত্যু

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মহিউদ্দিন পণ্ডিত (৫৯) নামে ওই হাজতির মৃত্যু হয় বলে জানান বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্ন রায়।

হাজতি মহিউদ্দিন পণ্ডিত পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি গ্রামের মোজাফফর পণ্ডিতের ছেলে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্ন রায় বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ায় পটুয়াখালী জেলা কারাগার থেকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

জেলার আবুল বাশার বলেন, মহিউদ্দিন পণ্ডিত একটি প্রতারণা মামলার আসামি হিসেবে পটুয়াখালী কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে শেবাচিম হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার (২৩ জিন) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হাসপাতালে থাকা কারারক্ষী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাতদিন আগে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হন মহিউদ্দিন পণ্ডিত। তার জামিনও হয়ে যায়। কিন্তু জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর আগেই মারা গেলেন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।