ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

হজ পালনে সস্ত্রীক সৌদি গেলেন সেনা প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, জুন ২৩, ২০২৩
হজ পালনে সস্ত্রীক সৌদি গেলেন সেনা প্রধান

ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রাজকীয় আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে সস্ত্রীক সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার (২৩ জুন) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেনা প্রধান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা যেন সুস্থ থেকে সুষ্ঠুভাবে হজ্জের কার্যক্রম সম্পাদন করতে পারেন এবং মহান আল্লাহ সুবহানু তায়ালা যেন তাদের হজ্জকে ‘হজ্জে মাবরুর’ হিসেবে কবুল করেন সেজন্য সেনা প্রধান সৌদি আরব যাত্রার আগে সবার কাছে দোয়া চেয়েছেন।

হজ পালন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আগামী ৩ জুলাই দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এমইউএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।