ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রিজ থেকে বংশী নদীতে যুবকের ঝাঁপ, মিলল মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
ব্রিজ থেকে বংশী নদীতে যুবকের ঝাঁপ, মিলল মরদেহ

সাভার (ঢাকা): ঢাকার সাভারের নামা বাজার এলাকায় বংশী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সাভার ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৩ জুন) দুপুর ২টার দিকে নামা বাজার ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত যুবকের পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়নর স্টেশন অফিসার নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সাভার নামা বাজার ব্রিজ থেকে বংশী নদীতে ঝাঁপ দেয় বলে জানান স্থানীয়রা। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিস প্রথমে ঘটনাস্থলে আসে। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে। কিন্তু মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মরদেহে সাভার থানায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ২৩ জুন , ২০২৩
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।