ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাক চাপায় প্রাণ গেল বাইক আরোহী বাবা-ছেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
ট্রাক চাপায় প্রাণ গেল বাইক আরোহী বাবা-ছেলের

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় বাইক আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) বিকেলে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর সদর এলাকার মো. ইব্রাহিম খলিলের ছেলে খায়রুল ইসলাম (৩৫) ও তার ছেলে মোহাম্মদ বিন খায়ের (৮)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত খায়রুল ইসলাম ঘাটাইল এলাকার একটি মসজিদের খতিব ছিলেন। জুমা আদায় শেষে তিনি তার ছেলেকে নিয়ে বাইকযোগে ভালুকার দিকে যাচ্ছিলেন।

পথে ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা এলাকায় পৌঁছালে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ঘাটাইলগামী একটি দ্রুতগতির ট্রাক বাইকটি চাপা দিলে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি কামাল হোসেন।  

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।