ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
গোমস্তাপুরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনে কাটা পড়ে আমেনা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রহনপুর রেলস্টেশনের কাছে হটাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমেনা ওই এলাকা মৃত খোশ মোহাম্মদের স্ত্রী।

রহনপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুন আলী জানান, রহনপুর রেলস্টেশন সংলগ্ন হটাৎপাড়া এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী ৫৭ আপ কমিউটার ট্রেনটি আমেনা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ২৪, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।