ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে বাইক-রিকশা-বাইসাইকেলের সংঘর্ষে নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
ঝালকাঠিতে বাইক-রিকশা-বাইসাইকেলের সংঘর্ষে নিহত এক

ঝালকাঠি: ঝালকাঠিতে মোটরসাইকেল, রিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

 

সোমবার (২৬ জুন) রাত ৯টার দিকে শহরের কবরস্থান মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত খালেদ কাজী রবিন বাসন্ডা ইউনিয়নের চামটা এলাকার বাসিন্দা উমর কাজীর ছেলে। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।

আহতরা হলেন-মোটরসাইকেল আরোহী সিয়াম ও সাদী, রিকশা আরোহী মো. বেল্লাল মোল্লা ও বাইসাইকেল চালক মোশাররফ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে কবরস্থান মসজিদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল, রিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের তিনজন আরোহী, রিকশার একজন ও বাইসাইকেল চালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদের মধ্যে সিয়াম ও রবিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে রবিন মারা যান।  


ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রবিন নিহত হয়েছেন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।