ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জের দুঃস্থদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
গোপালগঞ্জের দুঃস্থদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ৫০০ দুঃস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জুন) সকালে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এ উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশরাফুল আলম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- সিমাই এক প্যাকেট, চিনি এক কেজি, গুড়া দুধ ১০০ গ্রাম, গরম মসল্লা ২ প্যাকেট, সয়াবিন তেল এক লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ১০০ গ্রাম ও নগদ ৫০০ টাকা।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।