ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনার বড়বাজারে গোডাউনে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
খুলনার বড়বাজারে গোডাউনে অগ্নিকাণ্ড

খুলনা: খুলনার বড়বাজারের ৩-৪টি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর বড়বাজার কালীবাড়ি রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ওই এলাকায় বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুখ হোসেন শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

স্থানীয় ব্যবসায়ী জিয়াউল হক মিলন বলেন, চুন, ভুষি, সয়াবিন ও পাম ওয়েলের ৩-৪টি গোডাউনে আগুন লেগেছে। এতে বিকট শব্দে ৩-৪টি চুনের ড্যাম ফেটে গেছে।

তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, প্রাথমিকভাবে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এমআরএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।