ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে টোল আদা‌য়ে নতুন রেকর্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
বঙ্গবন্ধু সেতুতে টোল আদা‌য়ে নতুন রেকর্ড 

টাঙ্গাইল: দে‌শের দ্বিতীয় বৃহৎ বঙ্গবন্ধু সেতুতে টোল আদা‌য়ের রেকর্ড সৃ‌ষ্টি করে‌ছে। গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে ৩ কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হ‌য়েছে।

এসময় সেতুর ওপর দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৫৫ হাজার ৪৮৮টি। যা বঙ্গবন্ধু সেতু টোল আদায় বিগত রেকর্ডকে ভেঙ্গে ক‌রে‌ নতুন রেকর্ড গ‌ড়ে‌ছে।

বুধবার (২৮ জুন) সকাল ৮টায় বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বছরের ৭ জুলাই সর্বোচ্চ ৩ কো‌টি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হ‌য়ে‌ছিল। এ সময় সেতুতে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছিল ৪৩ হাজার ৫৯৫‌টি।  

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, সোমবার রাত ১২ হ‌তে মঙ্গলবার রাত ১২ পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৫৫ হাজার ৪৮৮টি। এর ম‌ধ্যে শুধু মাত্র মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ১৪ হাজার ১২৩‌টি। এর‌ বিপ‌রি‌তে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। এতে উত্তরবঙ্গের দি‌কে বে‌শি প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে।  

দেখা গে‌ছে, এই ২৪ ঘণ্টায় ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী সেতু পার হ‌য়ে‌ছে ৩৬ হাজার ৪৯১‌টি প‌রিবহন। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৬৬ লাখ ৯ হাজার ৭৫০ টাকা। এছাড়া উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে ১৮ হাজার ৯৯৭‌টি। এতে টোল আদায়ের পরিমান এক‌ কো‌টি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।