ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
কেরানীগঞ্জে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে স্বপন শিকদার (৩০) নামে এক ব্যক্তির মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।  

বুধবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের সাধুর বাজার আশুক আলীর ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

স্বপন পেশায় একজন দিনমজুর। ওই বাড়িতে স্ত্রীসহ ২ মেয়ে নিয়ে থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহিম ও মো. ইউসুফ মিয়া জানান, তারা দিনমজুরের কাজ করেন। দুপুরে বৃষ্টির জন্য বাড়ির বারান্দায় সবাই বসে আড্ডা দিচ্ছিলেন। তখন তাদেরই আরেক সহকর্মী রফিক (২২) নামে এক যুবকের সঙ্গে হাসিঠাট্টা করতে করতে বাকবিতণ্ডা লেগে যায় স্বপনের সঙ্গে। এক পর্যায়ে রফিক ঘর থেকে একটি হাতুড়ি এনে পিছন থেকে স্বপনের মাথায় আঘাত করে। একটি আঘাতেই মাটিতে লুটিয়ে পড়ে সে। আর ফিনকি দিয়ে রক্ত ঝড়তে থাকে তার।  

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে  কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, ওই ব্যক্তির মাথার বাম পাশে একটি আঘাত রয়েছে। হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে বলে জানিয়েছে তার স্ত্রী ও সহকর্মীরা। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।