ফরিদপুর: ঈদুল আজহা। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৯ জুন) দিনগত পবিত্র ঈদুল আজহার রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় রাস্তার পাশে থাকা এমন ৩০০ জন ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দেন এসপি শাহজাহান।
ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান ফরিদপুর জেলা পুলিশ। এসময় ছিন্নমূল মানুষের মধ্যে নিজেই খাবার বিতরণ করেন এ পুলিশ সুপার। নানা রকমের বাহারি খাবার পেয়ে তখন অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠে।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ৩০ জুন, ২০২৩
এসএম