ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, আহত ১০ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসটি

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।

 

শুক্রবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে পাঁচ্চর এলাকার মোল্লার বাজার এলাকায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।  

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি ঢাকা থেকে শিবচরের উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে।  

জানা যায়, ঢাকা থেকে আসা আনন্দ পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকার মোল্লার বাজার এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ৮-১০ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আহতদের উদ্ধারসহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়রা জানান, ঈদের কারণে সড়কে বাস চলাচল অনেক বেশি রয়েছে। ভাঙ্গাগামী লেনে আনন্দ পরিবহনের বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ করেই কাত হয়ে উল্টে খাদে পড়ে যায়। মুহূর্তেই ঘটনাটি ঘটে। তবে যাত্রী কম ছিল বাসে। ১০ জনের মতো আহত হয়েছেন।

স্থানীয়রা আরও জানান, মহাসড়কে গাড়িগুলো অত্যন্ত দ্রুত গতিতে চলে। ঈদের সময় কার আগে কে যাবে, এরকম প্রতিযোগিতা মনে হয়। দ্রুত চলতে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। তবে আল্লাহর রহমতে কেউ মারা যায়নি। আহতও হয়েছে সামান্য।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী বলেন,  খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বাসটির কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, একই সময় দুর্ঘটনাকবলিত গাড়িটির পেছনে থাকা একটি বাসের পেছনে অপর একটি বাসের ধাক্কা এবং অপর পাশের লেনে একটি প্রাইভেটকারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।