ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আম গাছ লাগাতে যাওয়াই কাল হলো শাহ আলমের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
আম গাছ লাগাতে যাওয়াই কাল হলো শাহ আলমের

বরগুনা: বরগুনা তালতলীতে আম গাছ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম একই এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় আম গাছ লাগাতে যান শাহ আলম। এ সময় পাশের বিদ্যুৎ লাইনে গাছের ডাল লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

তালতলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।