ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক হওয়া এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে সিয়াম (১৫) নামে ওই কিশোর নিখোঁজ হয়।

শনিবার (১ জুলাই) সকাল ৯টায় তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার।

নিহত সিয়াম সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা ব্রিজের নিচে শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এ সময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনকে জানায়। পরে স্বজনরা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়।

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, ওই কিশোরকে উদ্ধার করতে দুটি ইউনিট কাজ করেছে। পাশাপাশি নারায়ণগঞ্জের এক ডুবুরি টিম উদ্ধার কাজ চালায়।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।