ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

দেড় কোটি টাকা পাওনা আদায়ে ধর্মঘটে চা শ্রমিকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৬:৫২ পিএম, জুলাই ৪, ২০২৩
দেড় কোটি টাকা পাওনা আদায়ে ধর্মঘটে চা শ্রমিকরা

হবিগঞ্জ: কেয়া বেতন ও বোনাসের দাবিতে হবিগঞ্জের দুটি চা বাগানে শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) জেলার নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকরা আন্দোলনে নামেন।

 

শ্রমিকরা প্রথমে ইমাম চা বাগানের ভেতরে ও পরে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন করেন। দুপুরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেন তারা।

জানা গেছে, দুটি চা বাগানের মালিকপক্ষ একই। সেখানে ৩২৪ জন স্থায়ী এবং ৩৩৫ জন অস্থায়ী শ্রমিক কাজ করেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, গেল দুই অর্থবছরে বেতন বাবদ প্রায় ৮০ লাখ ও বোনাসের আরও ১৪ লাখ টাকা বকেয়া রয়েছে। শ্রমিকদের ভবিষ্যৎ তহবিলের ৫৫ লাখ টাকাও পরিশোধ করছে না মালিকপক্ষ।

তারা বলেন, এর আগে আরও কয়েকবার আন্দোলন করা হয়েছে, কিন্তু প্রতিকার না পাওয়ায় ফের আন্দোলনের ডাক দেওয়া হলো।

মানববন্ধনে চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির ভারপ্রাপ্ত সম্পাদক সুভাষ দাস, সাংগঠনিক সম্পাদক সুমন ও ইমাম বাগানের পঞ্চায়েত সভাপতি রামভজন দাস বক্তব্য দেন।

পরে বকেয়া বেতন ও বোনাসসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর চা শ্রমিকরা স্মারকলিপি দেন।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরীয়ার বলেন, শ্রমিকদের পাশাপাশি ওই বাগান কর্তৃপক্ষের কাছে সরকারেরও ৮০ লাখ টাকা ভূমি উন্নয়ন কর পাওনা। কোনোটিই তারা শোধ করছে না। এজন্য লিজ বাতিলের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। এ প্রক্রিয়া শেষ হলে নতুন কোনো পক্ষকে দুটি বাগান লিজ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
এসআই

বাংলাদেশ সময়: ৬:৫২ পিএম, জুলাই ৪, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।