ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিখোঁজের দুদিন পর নদীতে মিলল কিশোরের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
নিখোঁজের দুদিন পর নদীতে মিলল কিশোরের মরদেহ প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নিখোঁজের দুদিন পর ইয়াছিন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবির দল।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার জিল্লুর রহমান সেতু এলাকায় কালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইয়াছিন (১৫) উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২ জুলাই) সকালে বন্ধুদের সঙ্গে কুলিয়ারচর থেকে অষ্টগ্রামে নৌকা ভ্রমণে যায় ইয়াছিন (১৫)। পরে বাড়ি ফেরার পথে ওইদিন সন্ধ্যার দিকে কুলিয়ারচরের কালী নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন ইয়াছিন। গোসল শেষে বন্ধুরা নদী থেকে উঠে এলেও ইয়াছিন পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
ফায়ার সার্ভিসের ডুবুরির দল তাকে উদ্ধারে চেষ্টা করে। কিন্তু তাকে উদ্ধার করতে পারেনি।  

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে উদ্ধার অভিযান পরিচালনা করে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবির দল।

বাংলাদেশ সময় : ০৮৫৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।