ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা শিক্ষকের মত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা শিক্ষকের মত্যু  প্রতীকী ছবি

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহা. আছাদুজ্জামান শেখ (৫৯) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

আছাদুজ্জামান সদরের কানাইনগর গ্রামের বাসিন্দা এবং তিনি সদরের বরকতিয়া বিএসএ আর দাখিল মাদরাসার জৈষ্ঠ্য সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।  

আছাদুজ্জামানের বড় ছেলে হামিম শেখ জানান, মা বাড়িতে না থাকায় বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে রাইস কুকারে ভাত রান্নার সময় ঘরে বিদ্যুৎ সংযোগে বিঘ্ন ঘটে। আছাদুজ্জামান তা মেরামত করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। ঘটনার সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না। পরে আছাদুজ্জামানকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলে হামিমও  আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।