ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষ ঘটনায় পুলিশের মামলা, গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষ ঘটনায় পুলিশের মামলা, গ্রেপ্তার ৪

মাদারীপুর: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র সাহা এ মামলা দায়ের করেন।

মামলায় ৭৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৫ জুলাই সদর উপজেলার ভদ্রখোলা এলাকায় ঘটমাঝি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবুল হাওলাদার ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান দর্জির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হন উভয়পক্ষের অন্তত ১০ জন। বেশ কয়েকটি দোকাট-পাট ভাঙচুর ও লুট-পাটের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ।  

মামলার বাদী এসআই নিতাই চন্দ্র সাহা জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।