মাদারীপুর: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র সাহা এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৫ জুলাই সদর উপজেলার ভদ্রখোলা এলাকায় ঘটমাঝি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবুল হাওলাদার ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান দর্জির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হন উভয়পক্ষের অন্তত ১০ জন। বেশ কয়েকটি দোকাট-পাট ভাঙচুর ও লুট-পাটের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ।
মামলার বাদী এসআই নিতাই চন্দ্র সাহা জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসআরএস